চট্টগ্রাম: শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্য্যক্রমের আওতায় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের শ্রোতা, শিল্পী, কলাকুশলী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে ‘শ্রোতা আনন্দ মেলা’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মু. মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন কেন্দ্রের সংগীত শিল্পী আব্দুল মান্নান রানা ও মো. মোস্তফা কামাল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সদস্য সচিব মামুনুর রশিদ শিপন।
বক্তারা নারী, শিশু ও কিশোর কিশোরীর সামাজিক উন্নয়নে বেতারের ভূমিকা, ঐতিহ্য ও করণীয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রের পরিচালক মো. মাহফুজুল হক।
আলোচনা শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কেন্দ্রের শিল্পীবৃন্দ প্রাণবন্ত সংগীত পরিবেশন করেন। সঙ্গীতানুষ্ঠানের সঙ্গীত পরিচালনায় ছিলেন পাপিয়া আহমেদ ও সঞ্চালনায় ছিলেন নাসরিন ইসলাম।
উপস্থিত শ্রোতাদের মধ্যে পাঁচজন শ্রোতাকে কেন্দ্রের পক্ষ হতে পাঁচটি রেডিও সেট উপহার দেওয়া হয়।