চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার ইয়াবাসহ মো. জাকির হোসেন ওরফে দোলন (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৪ জুলাই) দিবাগত রাতে থানার অলঙ্কার মোড়ের এশিয়ান ইন্টারন্যাশনাল নামে একটি আবাসিক হোটেলের ষষ্ঠ তলার ৬০৬ নম্বর কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়।
মো. জাকির হোসেন চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা সৈয়দ আহাম্মদের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, অলঙ্কার মোড়ের একটি আবাসিক হোটেলে এক ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছেন গোপন সূত্রে সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে পাঁচ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক ব্যবসায়ী কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা ও অন্যান্য জেলায় বিক্রি করার কথা স্বীকার করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, ‘গ্রেফতার মাদক ব্যবসায়ীকে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে সোমবার (৫ জুলাই) আদালতে প্রেরণ করা হয়েছে।’