চট্টগ্রাম: বাংলা নববর্ষ উপলক্ষ্যে আগামী রোববার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে (কদমমোবারক বাইলেইন, দস্তগীর হোটেলের বিপরীত গলি, পূর্বদেশ অফিসের পরের বিল্ডিং, মোমিন রোড) অনুষ্ঠিত হবে উঠোন সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব।
উৎসব উদ্বোধন করবেন চিকিৎসাবিদ প্রাবন্ধিক প্রফেসর ডাক্তার প্রণব কুমার চৌধুরী। প্রধান অতিথি থাকবেন শিক্ষাবিদ সাহিত্যিক অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা।
সভাপতিত্ব করবেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ফেলো রাশেদ রউফ। স্বাগত বক্তব্য দেবেন উঠোন সাংস্কৃতিক কেন্দ্রের আহ্ববায়ক আয়েশা হক শিমু।
অনুষ্ঠানে সংগঠনের শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবেন। আগ্রহীদের উপস্থিতি কামনা করা হয়েছে।