চট্টগ্রাম: বাংলা নববর্ষ ১৪৩২ ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে সিটির দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদর
দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভায় সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির।
সভায় তিনি বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারো পহেলা বৈশাখে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের অনুষ্ঠান পালন করা হবে। পহেলা বৈশাখ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এবং নিরাপদে উদযাপনের লক্ষ্যে সিএমপি ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার পরিকল্পনা নিয়েছে।’
সভার শুরুতে সিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মো. রইছ উদ্দিন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।
সমন্বয় সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) মো. মাহবুব আলম খান, সিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাসহ সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ, নববর্ষ উদযাপন পরিষদ, জেলা শিল্পকলা একাডেমী, জেলা প্রশাসন, ডিজিএফআই, র্যাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ওয়াসাসহ চট্টগ্রাম মহানগর সিটি কর্পোরেশন ও সরকারি বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।