সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা সাত রাস্তার মোড় এলাকায় বালুবোঝাই ট্রাকচাপায় রাব্বি (১৩) ও সাব্বির (১০) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (০৫ জুলাই) দুপুরের দিকে বেলকুচি উপজেলার চালা সাত রাস্তার মোড় এলাকায় রাস্তায় গাড়ির জন্য দাড়িয়ে থাকলে একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার চালা বানিয়াপাড়া মহল্লার আব্দুস সামাদের ছেলে রাব্বি (১৩) ও সাব্বির (১০)।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার দুপুরের দিকে চালা সাত রাস্তার মোড় এলাকায় দুই ভাই দাঁড়িয়ে ছিলো। এ অবস্থায় বালুভর্তি একটি ট্রাক তাদের চাপা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই দুই ভাই।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেছে। ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন। তাদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।