চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে আত্মগোপনে থাকা রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় ইয়াকুব সেন্টারের সামনে থেকে তাকে পাঁচলাইশ থানা পুলিশ গ্রেফতার করে।
ইকবাল হোসেন চৌধুরী মিল্টন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হিসেবে পরিচিত। তিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী হাসান মাহমুদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
এ নিয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান জানান, ‘ডেভিল হান্ট’ অভিযানে ইকবাল হোসেন চৌধুরী মিল্টনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।