ফটিকছড়ি, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার ফটিকছড়ির ধর্মপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গণধোলাইয়ের ও জুতার মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
গতকাল শনিবার (৫ এপ্রিল) উপজেলার ধর্মপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের শুক্কুর মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন একই এলাকার মোহাম্মদ জামাল (৪৫) ও মোহাম্মদ ইউসুফ (৬০)।
স্থানীয় রিয়াজসহ অন্যান্যদের সাথে কথা বলে জানা যায়, ১১ বছরের একটি শিশুকে ধর্ষণ করার সময় দেখে ফেলে স্থানীয়রা। এ সময় তাদের হাতেনাতে ধরে গণধোলাইয়ের পর গলায় জুতার মালা পরিয়ে দেয়া হয়। পরে বিষয়টি টাকা পয়সা দিয়ে মিমাংসা করার চেষ্টা করে একটি পক্ষ। তবে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
এ নিয়ে ফটিকছড়ি থানার সাব ইন্সপেক্টর (এসআই) মাহবুব সরোয়ার বলেন, ‘অভিযুক্ত দুইজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ বা ধর্ষণ চেষ্টার মামলা হবে।’
এ নিয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমেদ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গেছে। তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’