কর্ণফুলী উপজেলার দৌলতপুর এলাকায় সিএনজি অটোরিক্সার ধাক্কায় উহি (১১) নামের এক শিশু গুরুতর আহত হয়েছেন। আহত উহি ওই এলাকার ছাবের আহমেদের ছেলে।
আজ সোমবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া।
তিনি জানান, সিএনজি অটোরিক্সার ধাক্কায় আহত শিশু উহিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করান।