সমীরণ চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি: গত কয়েক দিনের টানা বর্ষণে রাঙামাটির রিজার্ভ বাজার মধুমিতা বোর্ডিং ও শহীদ আব্দুল আলী বিদ্যালয়ের পাশে ঝুঁকিপূর্ণ ৫টি দোকান ধসে পড়েছে।
সোমবার (৫ জুলাই) হঠাৎ করে দোকান ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ বিকট শব্দ করে দোকানগুলো পড়ে যায়। কয়েকদিনের ভারী বর্ষণে দোকানের মাটি ধসে যাচ্ছে দেখে দোকানদাররা দোকান থেকে সরে যায়। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
আরেক প্রত্যক্ষদর্শী জানান, গত কয়েকদিন ধরে দোকানগুলোর নিচে থেকে আস্তে আস্তে মাটি সরে যাচ্ছিল। তাই তারা কেউ দোকান খুলেনি। এ ছাড়া লকডাউনের কারনে দোকানীরাও দোকানে দেরিতে আসে। তাই দোকানে কেউ না থাকায় রক্ষা পেয়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা বেলাল হোসেন জানান, আমাদের কাছে খবর আসে মধুমিতা বোর্ডিং এর পাশে শহীদ আব্দুল আলী বিদ্যালয় সংলগ্ন ৫টি দোকান ধসে পড়ে যায়। আমরা ঘটনাস্থলে এসে পরিদর্শন করে দেখি এখানে কেউ হতাহত হয়নি। রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন জানান, সকালে খবর পেয়েছি ৫টি দোকান ভেঙে পড়ে।
তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে উৎসুক জনতাকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়িছি। যে দোকানগুলো পড়ে গেছে তার উপড়ের রাস্তাটিও ঝুঁকিপূর্ণ রয়েছে জানান তিনি।