চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে রদবদল করে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে সিএমপির কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত আদেশে এ রদবদলের তথ্য জানানো হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সকালে সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি-মিডিয়া) কাজী মো. তারেক আজিজ এ তথ্য নিশ্চিত করেন।
সিএমপি কমিশনার স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানাকে দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে। আর দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ লিয়াকত আলী খানকে সিএমপির পিওএম বিভাগে বদলি করা হয়েছে।’
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয় আদেশে।