পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম আদালতের প্রাঙ্গণে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি এম এয়াকুব আলী।
বুধবার (২৭ নভেম্বর) বিবৃতিতে তিনি এ দাবি জানিয়ে সংহিস ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে এয়াকুব আলী বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী ইসকনের কর্মী-সমর্থকেরা চট্টগ্রাম আদালতের প্রাঙ্গণে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে সাইফুল ইসলামকে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করেছে।’
যাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উস্কানি ও মদদে চট্টগ্রামসহ পুরো দেশে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে; তাদের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ইসকনের কর্মী-সমর্থকদের গ্রেফতার করে সাইফুল ইসলাম হত্যার ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান অন্তর্বতী সরকারের কাছে তিনি।
দক্ষিণ জেলা এলডিপির এ নীতিনির্ধারক যারা দেশবিরোধী অরাজকতা ও বিশৃঙ্খলা তৈরি করতে সক্রিয়, তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে নেওয়া হলে সেখানে বিক্ষোভ করেন তার অনুসারীরা। বিকাল পৌনে চারটার দিকে ইসকনের অনুসারীরা আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান, মসজিদে হামলা শুরু করলে সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন। এরপর তাকে তুলে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে হত্যা করা হয়।
এয়াকুব আলী বলেন, ‘আবহমান কাল ধরে চট্টগ্রামসহ সারাদেশে সব ধর্মের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। সন্ত্রাসী ও দেশদ্রোহীদের কোন ধর্ম থাকে না। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের ব্যাপারে ব্যবস্থা নিবে। এ দেশের সব সম্প্রদায়ের মানুষের মাঝে সম্প্রীতি ধরে রাখার বিকল্প নেই।’
তিনি বলেন, ‘এ ঘটনায় দেশবাসীর পাশাপাশি লডিপি উদ্বিগ্ন। আমি অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। চট্টগ্রাম তথা দক্ষিণ চট্টগ্রামসহ শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে কোন সহযোগিতা করতে দক্ষিণ জেলা এলডিপির সর্বস্তরের নেতাকর্মীরা বদ্ধপরিকর। জনগণের জানমাল রক্ষা ও দেশবিরোধী যেকোনো তৎপরতা রুখে দিতে এলডিপির চেয়ারম্যান অলি আহমদের নির্দেশে এলডিপির নেতাকর্মীরা সর্বদা সজাগ ও সচেষ্ট রয়েছে।’
বর্বরোচিত এ হত্যা কান্ডের সাথে জড়িতদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান এয়াকুব আলী।