চট্টগ্রাম: দেশজুড়ে আসন্ন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৪ চট্টগ্রাম বিভাগের আয়োজন সফল করার লক্ষ্যে সাজসজ্জা উপ কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকালে সিটির কাজীর দেউড়ীর এমএ আজিজ স্টেডিয়াম টুর্নামেন্ট কমিটির কার্যালয়ে সাজসজ্জা এ সভা হয়।
উপকমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন। প্রধান বক্তা ছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪’-এর চট্টগ্রাম ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মসিউল আলম স্বপন।
সভায় আগামী ৩০ নভেম্বর শুরু হতে যাওয়া ক্রিকেট টুর্নামেন্ট সার্থক করার জন্য এবং টুর্নামেন্টকে সৌন্দর্যপূর্ণ করার জন্য নানামুখী উদ্যোগ নেয়া হয়। টুর্নামেন্ট উপলক্ষে কমিটির নেতাদের দায়িত্ব বণ্টন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সহ ছাত্র বিষয়ক সম্পাদক ইউনুস চৌধুরী হাকিম, আমান উল্লাহ আমান, আবু ফয়েজ, মোহাম্মদ নাছির, মোহাম্মদ মহসিন, মোহাম্মদ শাহিন, ইকবাল হোসেন জিসান, আরিফুর রহমান মিঠু, মোহাম্মদ আনাছ, জাবেদ জোবায়ের, সিহাব খালেদ মুন্না, শামসুদ্দীন শামসু, এনামুল হক, আলোউদ্দীন আলো প্রমুখ।