পটিয়া, চট্টগ্রাম: দেশের বির্তকিত ব্যবসায়ী শিল্প গোষ্টি এস আলম নিয়ন্ত্রিত বিভিন্ন বেসরকারী ব্যাংক থেকে দক্ষিণ চট্টগ্রামের ব্যাংকারদের অন্যায়ভাবে চাকরিচ্যুতির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী। বিভিন্ন ব্যাংক থেকে বিনা অপরাধে এক দিনের নোটিশে এক হাজারেরও বেশি বিভিন্ন পর্যায়ের ব্যাংকারদের চাকরিচ্যুতি একটি অশনিসংকেত বলে মনে করছেন এ রাজনীতিবিদ।
গেল এক মাস ধরে চলতে থাকা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসরদের অবৈধ দখলে থাকা বিভিন্ন বেসরকারী ব্যাংক থেকে যে পরিমান অর্থ লোপাট করে দেশে বিদেশে পাচার করেছে, সে দায়ভার কেন ব্যাংকারদের উপর বর্তাবে তা নিয়েও এয়াকুব আলী ক্ষোভ প্রকাশ করেন।
দক্ষিণ জেলা এলডিপির এ নীতিনির্ধারক বলেন, ‘ইতোমধ্যে পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন ব্যাংকের হাজারো কর্মকর্তারা চাকরি হারিয়ে দফায় দফায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচিতে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের এক হাজারেরও বেশী কর্মকর্তা অংশ নিচ্ছে। এ তিন ব্যাংকের পরিচালনায় ছিল বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। ব্যাংক তিনটি থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ টাকা তুলে নিয়ে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে এস আলমের বিরুদ্ধে যা এখনো বিচারাধীন। গেল ৫ আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদসহ তার দোসররা বিদেশে পাড়ি জমান। এরপর ব্যাংকগুলোকে এস আলমমুক্ত করে পরিচালনা পর্যদ ঢেলে সাজায় বাংলাদেশ ব্যাংক।’
এয়াকুব আলী বলেন, ‘ইসলামী ব্যাংকের ৩৫০, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬৭২ জন ও ইউনিয়ন ব্যাংকের ২৬২ জনকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়েছে।’
তাদের বহাল না করলে সামনে আরো কঠোর কর্মসূচিতে এলডিপি ব্যাংকারদের সাথে একাত্মতা প্রকাশ করে মাঠে নামবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন তিনি।
এয়াকুব আলী বলেন, ‘জোর করে দক্ষিণ চট্টগ্রামের হাজারো ব্যাংকাররা চাকরিতে নিয়োগ পায়নি। তাদের বৈধ প্রক্রিয়ায় চাকরি হলেও অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে।’
তাদেরকে যেন পুনরায় চাকরিতে বহাল করা হয় সে ব্যাপারে ব্যাংকগুলোর সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।