কর্ণফুলী, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলা থেকে পর্যটন নগরী কক্সবাজারে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সোহেল ও রিফাত নামের দুই যুবক।
শনিবার (২৩ নভেম্বর) রাত দশটার দিকে চকরিয়া মহাসড়কের হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ভিলেজার পাড়া উলুমে দ্বীনিয়া মাদ্রাসার সামনে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোহেল ও রিফাতের মৃত্যু হয়।
ব্যাপারটি নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন।
নিহত সোহেল ও রিফাতের বাড়ি কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে। এদের মধ্যে সোহেল চরলক্ষ্যার তিন নম্বর ওয়ারর্ডের ভানুর বাপের বাড়ির হেলালের পুত্র। রিফাত একই এলাকার চরলক্ষ্যার এক নম্বর ওয়ার্ডের মাঝিগোষ্টির হায়দার বাড়ির মাঙ্গা মিয়ার পুত্র।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, ‘দুর্ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গেছে। এ ঘটনায় লরিটি জব্দ করা হয়েছে। রাতে নিহতের আত্মীয় স্বজন এসে লাশ সনাক্ত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।’
এলাকার লোকজন জানান, গেল কয়েক দিন আগে সোহেল, রিফাত ছাড়াও কাইয়ুমসহ পাঁচ বন্ধু কক্সবাজারে ঘুরতে গিয়েছিলেন। কক্সবাজারের বিভিন্ন বিনোদন স্পট ঘুরে তারা তিন বন্ধু বাসে করে ফিরলেও সোহেল ও রিফাত মোটর সাইকেলে করে চট্টগ্রামে ফিরেছিলেন। এতে চকরিয়া মহাসড়কে লরির সঙ্গে ধাক্কা লেগে তাদের মোটর সাইকেল দুমড়ে মুচড়ে যায়। আর স্পটেই দুই বন্ধু নিহত হন।