পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা ও পৌরসভা কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকালে পটিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
পটিয়া পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নুর সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান মায়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মহসীন চৌধুরী রানা। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সুমন, যুগ্ম আহ্বায়ক শফিউল করিম শফি, পটিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুল আলম পারভেজ ও পৌরসভা কৃষক দলের সদস্য সচিব আলমগীর আলম।
সভায় বক্তব্য দেন পটিয়া উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলম খান, ইলিয়াস খান, উপজেলা যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম বাবু, আবছার উদ্দিন, মো. দিদার, দেলোয়ার মেম্বার, জসিম উদ্দিন,আবদুল মান্নান, আলী আজগর সোহেল, শওকত আলী খান, শাহীন আলম, নেচার উদ্দীন রিপাত, ফয়জুল কবির সোহেল, নাছির উদ্দীন, পৌরসভা যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, নুরুল ইসলাম বাশি।
সভায় ‘যারা জোগায় ক্ষুধার অন্ন, আমরা লড়ছি তাদের জন্য’ প্রতিপাদ্যে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে খাল-খনন কর্মসূচির মধ্যে দিয়ে গ্রামেগঞ্জে কৃষকদের সুসংগঠিত করে খাদ্য স্বয়ংসম্পূর্ণ অর্জনে সফল হয়েছিলেন, আগামীতে কেন্দ্র ঘোষিত তিন মাসের ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে কৃষক সমাবেশে করার জন্য জেলা নেতারা তাগিদ দেন।
এছাড়াও কৃষক সমাবেশে কর্মীর চেয়ে প্রকৃত নারী ও পুরুষ কৃষকদের উপস্থিত বাড়ানোর জন্য পটিয়া উপজেলা ও পৌরসভার নেতাদেরকে তাগিদ দেয়া হয়।