চন্দনাইশ, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে বেসরকারী উন্নয়ন সংস্থা মমতার পরিচালিত চট্টগ্রামের লাল গরু (আরসিসি) খামারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিরকালে তিনটি গরু নিয়ে যায় যার; আনুমানিক মূল্য চার লাখ বিশ হাজার টাকার।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক তিনটার দিকে ইউনিয়নে পাঁচ নম্বর ওয়ার্ডের কানাইমাদারী এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র ও সংস্থাটির কর্মকর্তারা।
স্থানীয় বাসিন্দা নাছির জানান, বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত তিনটার দিকে ৪-৫ জন অস্ত্রধারী লোক আমার পাশের মমতার খামারের গেইট ভেঙে ঢুকে। এ সময় আওয়াজ পেয়ে আমি উঠে দেখতে গেলে, তারা আমাকে প্রশাসনের লোক বলে পরিচয় দেয়। আমি বিস্তারিত জানতে গেলে কিছু বুঝে উঠার আগেই আমাকে ও খামারের কর্মী আলাউদ্দিনকে অস্ত্র ও ছুরি নিয়ে জিম্মি করে খামারের থেকে বড় তিনটি গরু নিয়ে যায়। জীবনের নিরাপত্তায় আমরা শঙ্কিত। এ অবস্থা হলে আমরা শান্তিতে ঘুমাতে পারব না।’
তিনি আরো বলেন, ‘এভাবে চলতে থাকলে কারো জানমালের নিরাপত্তা থাকবে না। আমরা চাই, পুলিশ দ্রুত ডাকাতদের গ্রেফতারসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করুক।’
মমতার আরসিসি খামারকর্মী আলাউদ্দিন জানান, রাতে গেইটভাঙার আওয়াজ পেলে আমি বের হলে তারা আমাকে অস্ত্র ধরে আটক করে রাখে এবং চিৎকারে পাশের বাড়ির মালিক নাছির ভাই আসলে তাকেও অস্ত্র দিয়ে জিম্মী করে ফেলে এবং তারা তিনটি গরু নিয়ে যায়।
এ নিয়ে মমতার প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমির হামজা জানান, ‘রাত আনুমানিক চারটার দিকে খামারকর্মী আলাউদ্দিন আমাদের খামারে ডাকাতির কথা জানান এবং তিনটি গরু ডাকাতি হয়েছে; যার আনুমানিক মূল্য চার লাখ ২০ হাজার টাকা। এ বিষয়ে আমরা চন্দনাইশ থানাকে অবহিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে অভিযোগ দিয়েছি। আমরা এর সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারসহ এর বিচার চাই।’