সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল আলম রাজুকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) গভীর রাতে চট্টগ্রাম সিটির ডাবলমুরিং থানা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, আওয়ামী লীগের নেতা আরিফুল আলম রাজু চট্টগ্রাম সিটির ডাবল মুরিং থানার একটা বাসায় অবস্থান করছে মর্মে গোপন সূত্রে সংবাদ পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে ডাবল মুরিং থানায় নিয়ে আসা হয়।
থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার (২২ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান মো. মজিবুর রহমান।