হাটহাজারী, চট্টগ্রাম: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সফল বিপ্লবের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নয়া প্রশাসন নতুনভাবে মুক্ত পরিবেশে সোমবার (১৮ নভেম্বর) পালন করছে ৫৯তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস। এ উপলক্ষ্যে চবি প্রশাসন বিভিন্ন কর্মসূচি নিয়েছে।
দিবসের অনুষ্ঠানমালায় প্রধান অতিথি থাকবেন চবির উপাচার্য প্রফেসর মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি থাকবেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. কামাল উদ্দিন। এতে সভাপতিত্ব করবেন চবির রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ সাইফুল ইসলাম।
দিনব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার (১৮ নভেম্বর) সকাল দশটায় চবির স্মরণ চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন ও আনন্দ শোভা যাত্রা। স্মরণ চত্বর থেকে শোভা যাত্রা শুরু হয়ে কাটা পাহাড়-গ্রন্থাগার-জারুল তলা-কলা ও মানববিদ্যা অনুষদ (পুরাতন) হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হবে। সকাল সাড়ে দশটায় চবির প্রশাসনিক ভবন সামনে কেক কাটা হবে। সকাল সোয়া ১১টায় চবির প্রক্টর প্রফেসর তানভীর মোহাম্মদ হায়দার আরিফের উপস্থাপনায় চবির সমাজ বিজ্ঞান মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান।