ফটিকছড়ি, চট্টগ্রাম: ফটিকছড়ির মানুষ হৃদয় দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীকে বরণ করে নিয়েছে উল্লেখ করে দলটির চট্টগ্রাম মহানগরের আমীর শাহাজাহান চৌধুরী বলেছেন, ‘আগামীতে এই ফটিকছড়ির মাটিতে বাংলাদেশ জামায়াত ইসলামী জনগণের ভূলুণ্ঠিত অধিকার ফিরিয়ে দিতে গণতান্ত্রিক পন্থায় ভূমিকা রাখবে।’
শনিবার (১৬ নভেম্বর) বিকালে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় জামায়াতের দক্ষিণ ফটিকছড়ি শাখার উদ্যোগে আয়োজিত প্রীতি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
উপজেলার ধর্মপুর আজাদী বাজার ঈদগাহ ময়দানে এ সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলন ঘিরে বড় জমায়েত করে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।
ফটিকছড়ি দক্ষিণ জামায়াতের উপদেষ্টা আনম আবদুশ শাকুরের সভাপতিত্বে প্রীতি সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুহাম্মদ আলাউদ্দিন সিকদার। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলার প্রাক্তন আমীর অধ্যাপক নুরুল আমীন চৌধুরী, খাগড়াছড়ি জেলা জামায়াতের আমীর সৈয়দ আবদুল মোমেন, চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন, উপজেলা আমীর নাজিম উদ্দিন সিকদার।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী আরো বলেন, ‘ফটিকছড়ির মাটি ইসলামী আন্দোলনের উর্বর ময়দান। এ মাটির সন্তানেরা ইসলামী আন্দোলনের জন্য জীবন দিয়েছে। শহীদের রক্তস্নাত ফটিকছড়িতে আজ ইসলামী সমাজ বিনির্মাণের পথ সুগম হয়েছে। সামনের দিনগুলোতে এই ফটিকছড়ির জনপদে কোন হত্যাকাণ্ড, সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানি, মাদক চলবে না। এই ফটিকছড়িতে কোন নাগরিকের অধিকার আর লুট করার সুযোগ কেউ পাবে না। বাংলাদেশ জামায়াত ইসলামী আজকের এই প্রীতি সম্মেলন থেকে এই ঘোষণা দিতে চায়।’
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে শাহজাহান চৌধুরী বলেন, ‘আপনি বলেছিলেন, জামায়াতকে দাবিয়ে দিয়েছি। কিন্তু, আম স্পষ্ট করে বলতে চাই, আপনি জামায়াতকে দাবিয়ে রাখতে পারেন নাই।’
ফটিকছড়ি পেশাজীবী ইউনিটের থানা সভাপতি ইমামুল হক ও ফটিকছড়ি দক্ষিণ জামায়াতের সেক্রেটারি সেলিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ফজলুল করিম, জেলা শুরার সদস্য আব্দুল জব্বার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ইসমাইল গণি, ফটিকছড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, হাটহাজারী উপজেলার সেক্রেটারি শোয়াইব চৌধুরী, উপজেলার ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, এজহারুল ইসলাম, নাজিরহাট পৌরসভার সভাপতি বায়েজিদ হাসান মুরাদ, সেক্রেটারি শামসুল আরেফিন আরিফ, ছাত্রশিবিরের জেলা পূর্বের সভাপতি রাশেদুল ইসলাম, শফিউল আলম নূরী।
প্রীতি সম্মেলন আয়োজন করেন দক্ষিণ ফটিকছড়ি জামায়াতের সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম, সেক্রেটারি সেলিম উদ্দিন, সহ সভাপতি মাওলানা তৈয়ব আলী নুরী, উপদেষ্টা নজরুল ইসলাম, খোরশেদুল আলম ফিরোজ, সহকারী সেক্রেটারি আবু জাফর মোহাম্মদ আলম।