পটিয়া, চট্টগ্রাম: বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলারর ভারপ্রাপ্ত সভাপতি এম এয়াকুব আলী বলেছেন, ‘এ দেশে আর কোন ভিন্ন রাষ্ট্রের তাবেদারি চলবে না। এ দেশ চলবে জনগণের কথায়। জনজন যাকে চাই তাকেই রাষ্ট্র ক্ষমতায় বসাবে।’
শনিবার (১৬ নভেম্বর) বিকালে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন গ্রামে নিজের বাসভবনে উপজেলা ও পৌর এলডিপির নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘১৭ বছর ধরে এ দেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। এখন তারা ভোট দিতে অপেক্ষা করছে।’
তাই, দেশের বিভিন্ন সেক্টর সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান এয়াকুব।
তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার দোসর ও দালালরা এখনও রয়েছে। তাদের চিহ্নিত করতে হবে। সে সময়ে প্রত্যেক আমলা ও মন্ত্রী, হুইপ, এমপিরা পরিমাণ দুর্নীতি করে সম্পদের পাহাড় বানিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে সেসব তদন্ত করতে হবে।’
তিনি প্রত্যেক ঘটনার জন্য জড়িতদের বিচার দাবি করেন।
পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনসুর আলমের সভাপতিত্বে ও গনতান্ত্রিক যুবদলের চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরীর সঞ্চালনা সভায় বিশেষ অতিথি ছিলেন রিজওয়ান আজাদ চৌধুরী।
সভায় বক্তব্য দেন আবদুর রশিদ, সামশুল আলম শিকদার, আবুল মনসুর সওদাগর, জঙ্গলখাইন ইউনিয়ন এলডিপির সভাপতি সেলিম চৌধুরী, এলডিপির নেতা জাহাঙ্গীর আলম রানা, হারুনুর রশিদ, নাদেরুজ্জামান, শাহ আলম, গাজী আমির হোসেন, মো. ফোরকান, খোরশেদ আলী আব্বাস, আবদুর রশিদ, সামশু শিকদার, নূরুল আলম, বদিউল আলম প্রমুখ।