পটিয়া, চট্টগ্রাম: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘আদর্শ জাতি ও রাষ্ট্র গঠনে শিক্ষক সমাজকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষক সেই মেরুদন্ডের মূল ভিত্তি। আদর্শ শিক্ষক ছাড়া শিক্ষার নৈতিক মান ধরে রাখা অসম্ভব।’
শনিবার (১৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার হল টুডে কনভেনশন সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা শিক্ষক ফেডারেশন উদ্যোগে অনুষ্ঠিত শিক্ষক দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন অঞ্চল উপদেষ্টা আহসান উল্লাহ, আইআইইউসির প্রাক্তন প্রোভিসি আবু বকর রফীক আহমদ, শিক্ষাবিদ ও গবেষক আহমদ আলী।
সম্মেলনে মুহাম্মদ শাহজাহান আরও বলেন, ‘৫ আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর এই দেশে ন্যায় ও ইসলাম পন্থীদের কাজ করার সুযোগ হয়েছে। এই সুযোগ ইসলাম পন্থী আদর্শিক শিক্ষক সমাজকে কাজে লাগাতে হবে। তাহলে বাংলাদেশের জনগণ যে কাঙ্ক্ষিত জাতি দেখতে চায়, সেই জাতি গঠনে আমরা সেই কাঙ্ক্ষিত জাতি গঠন করতে পারব বলে আশা করছি।’
আহসান উল্লাহ বলেন, ‘দুর্নীতি মুক্ত প্রশাসন গঠনে সুশিক্ষার বিকল্প নাই। শিক্ষার প্রাথমিক স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইসলামী শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করতে হবে। নৈতিক মানসম্পন্ন মেধাবী শিক্ষক নিয়োগ করতে হবে।’
আবু বকর রফীক আহমদ বলেন, ‘ঈমানের মুল ভিত্তি হল জ্ঞান। ইসলাম ও জাহেলিয়াতে পার্থক্য সুস্পষ্টভাবে প্রমাণিত করার জন্য কুরআনের জ্ঞানের কোন বিকল্প নেই। কুরআন এমন একটি কিতাব যেখানে জ্ঞানের সব দিক বিভাগ সম্পর্কে আল্লাহ স্পষ্ট করেছেন।’
আহমদ আলী বলেন, ‘একজন প্র্যাকক্টিসিং মুসলমানদের জীবনে শিক্ষা নিয়মিত অনুসঙ্গ। প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি থাকলেও জীবন সিলেবাসের শিক্ষা প্রতিনিয়ত বহমান। জীবনে সফলতার জন্য জ্ঞানের সঙ্গে আধ্যাত্মিকতার সংযোগ ঘটলেই মানুষ প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠে।’
ফেডারেশনের জেলা সেক্রেটারী আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষক সম্মেলনে জেলা উপদেষ্টা মুহাম্মদ নুরুল্লাহ, মাওলানা বদরুল হক, মুহাম্মদ জাকারিয়া, আবু নাছের, মাওলানা ইসমাইল হক্কানী, মাহমুদুল হাছান ও চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মুহাম্মদ নুরুন্নবীসহ জেলা ও উপজেলার শিক্ষক দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।