ফুলগাজী, ফেনী: স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী জেলার ফুলগাজী উপজেলার মুন্সীর হাট ইউনিয়নে দুইটি ঘর নির্মাণ করে দিয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রাম। এ উদ্যোগে সার্বিক সহযোগিতায় ছিল পোর্ট সিটি এলায়েন্স চট্টগ্রাম।
শনিবার (১৬ নভেম্বর) মুন্সীর হাট ইউনিয়নে ঘরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন জেসিআই চট্টগ্রামের সদস্যরা। সংগঠনটির প্রেসিডেন্ট মোহাম্মদ ইসমাইল মুন্না সাম্প্রতিক ভয়াবহ বন্যায় গৃহহারা কিছু পরিবারের জন্য দীর্ঘ মেয়াদী বন্দোবস্তের পদক্ষেপ নেন। তারই ধারাবাহিকতায় ‘শেল্টার অফ হোপ’ পুনর্বাসন প্রকল্পের আওতায় ঘরগুলো নির্মাণ করা হয়।
আবাসন হস্তান্তর অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট শান সাহেদ, জেসিআই চট্টগ্রামের প্রেসিডেন্ট ইসমাইল মুন্না, ট্রেজারার মঈনুদ্দিন নাহিদ, ট্রেইনিং কমিশনার মুনতাসির আল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাত, ডিরেক্টর আলআমিন মেহরাজ বাপ্পী, সাদ মুস্তাফিজ অনিন্দ ও জুয়েল রহমানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি ও মীরসরাই উপজেলায় বন্যা কবলিত মানুষের জন্য জেসিআই চট্টগ্রামের ব্যবস্থাপনায় কয়েক দফায় কয়েক হাজার মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হয়।