চট্টগ্রাম: স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছে আকবর শাহ থানা জামায়াত।
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সিটির অলংকারস্থ জামান হোটেলে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আকবর শাহ থানা জামায়াতের আমীর আব্দুল হান্নান চৌধুরী। উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, সাংবাদিক এবি মামুন সিদ্দিক, বাংলাদেশ সংবাদ উন্নয়ন সংস্থার সভাপতি মাহমুদুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ রুবেল। এছাড়া, অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় আব্দুল হান্নান চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন ব্যাপারে অবহিত করেন।
তিনি বলেন, ‘সাংবাদিকরা হল জাতির বিবেক। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের উপর জাতির উন্নতি নির্ভর করে। তাই, সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি গুরুত্ব দিতে হবে।’