নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে আল নূর পেপার মিলে গ্যাসের রাইজার থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় মিলের ৪ নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছেন।
রোববার (৪ জুলাই) দিনগত রাত দেড়টায় মিলের নিরাপত্তা কর্মীদের কক্ষের পাশেই গ্যাসের রাইজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সোমবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক তানহারুল ইসলাম।
দগ্ধদের ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।আহতরা হলেন- আসাদুজ্জামান (৪০), মোস্তাফিজুর রহমান (৪৫), ফারুক নিয়া (৪৫) ও তৌহিদুল ইসলাম (৪০)।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক তানহারুল ইসলাম জানান, রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধদের ঢাকায় পাঠানো হয়েছে।
গ্যাসের রাইজার থেকেই আগুনের সূত্রপাত। গ্যাস লিকেজ থেকে এমনটা হয়ে থাকতে পারে, তবে এখনো নিশ্চিত নয়। আগুনের সূত্রপাত তদন্ত শেষে জানানো যাবে।