চট্টগ্রাম: টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের ইনডোর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
সংগঠনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন টিসিজেএ চট্টগ্রামের আজীবন দাতা সদস্য মোহাম্মদ ওয়াসি উদ্দিন আনসারী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন টিসিজেএ চট্টগ্রামের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী আকবর। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠানে এরশাদ উল্লাহ বলেন, ‘ক্রীড়া সংস্কৃতি মানুষের মনবিকাশের মাধ্যম, যা সমাজ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। আপনাদের মত জার্নালিস্ট যুবকের এ ধরনের খেলার আয়োজন দেখে আমি মুগ্ধ। এই খেলাধুলার মাধ্যমে দেশকে সুন্দর ও সমৃদ্ধি করতে সহায়ক হবে।’
অন্য বক্তারা বলেন, ‘যুব সমাজকে মাদক ও অবক্ষয় থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই, কিছু হতেও পারে না। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, সামাজিক যোগাযোগে মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সকলকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। যাতে নতুন প্রজন্ম বিপথে যাওয়ার বদলে খেলাধুলায় সময় কাটাতে পারে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং শরীর ও মনকে চাঙ্গা রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে।’