চট্টগ্রাম: মেহেদীবাগ তাকওয়া মডেল মাদ্রাসার হিফ্জ সম্পন্নকারী ছাত্রদের নিয়ে হিফ্জ সমাপনী ও সবক প্রদান অনুষ্ঠানের রোববার (১০ নভেম্বর) সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাকওয়া এসোসিয়েটসের সেক্রেটারি মো. মোরশেদুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শরীয়া ফেকাল্টির প্রাক্তন ডীন প্রফেসর হাফেজ মো. শাফিউদ্দিন মাদানী। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী।
অনুষ্ঠানে মো. শাফিউদ্দিন মাদানী বলেন, ‘তাকওয়া মাদ্রাসা একটি আদর্শ মাদ্রাসা। এখান থেকে প্রতি বছর অসংখ্য ছাত্র হিফজ্ সম্পন্ন করে। একটি আধুনিক পরিবেশে মাদ্রাসাকে সুসজ্জিত করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘কুরআন এমন একটি কিতাব; যার শিক্ষাকে কখনো বিলুপ্ত করা যাবে না। এটা মৃত্যুর পূর্ব পর্যন্ত হাফেজরা তাদের বুকে ধারণ করবে। একমাত্র দ্বীনি শিক্ষার মাধ্যমেই একটি শিশুকে নৈতিক মানে উন্নতি করা সম্ভব।’
মো. শাফিউদ্দিন মাদানী হিফ্জ শিক্ষার্থীদেরকে মোবাইল ও স্যাটেলাইট চ্যানেল থেকে দূরে রাখার জন্য অভিভাবকদের পরামর্শ দেন।