• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ জাতীয়

বাড়ছে নাগরিকত্ব ছাড়ার হার, আট বছরে ছেড়েছেন দুই হাজার ৬০৬ জন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১ ২০২৪, ১৮:২১ অপরাহ্ণ
অ- অ+
বাড়ছে নাগরিকত্ব ছাড়ার হার, আট বছরে ছেড়েছেন দুই হাজার ৬০৬ জন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: বিভিন্ন কারণে নাগরিকত্ব ত্যাগ করছেন বাংলাদেশিরা। অন্য দেশের নাগরিক হওয়ার জন্য বাংলাদেশিদের নাগরিকত্ব ছাড়ার হার দিন দিন বাড়ছে। একই সাথে বাড়ছে বাংলাদেশি নাগরিকত্ব বহাল রেখে দ্বৈত নাগরিকত্ব নেওয়ার হার। মূলত দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কারণে নাগরিকত্ব ত্যাগের হার বাড়ছে বলে পর্যবেক্ষকেরা মনে করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের তথ্যানুযায়ী, ২০১৭ সালের ১০ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৬ নভেম্বর পর্যন্ত দুই হাজার ৬০৬ জন বাংলাদেশের নাগরিকত্ব ছেড়েছেন। এই আট বছরে দ্বৈত নাগরিকত্ব নিয়েছেন ১৪ হাজার ৬৮৫ জন।

২০১৭ সালে ১১৯ জন, ২০১৮ সালে ৩৬৫ জন, ২০১৯ সালে ৩৫৬ জন, ২০২০ সালে ৩২৩ জন, ২০২১ সালে ১৬৫ জন, ২০২২ সালে ৪২১ জন, ২০২৩ সালে ৫৪৮ জন এবং ২০২৪ সালের ৬ নভেম্বর পর্যন্ত ৩০৯ জন বাংলাদেশের নাগরিকত্ব ছেড়েছেন। বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে ইউরোপের অন্যতম শীর্ষ অর্থনীতি ও প্রযুক্তির দেশ জার্মানির নাগরিকত্ব নেওয়ার হার সবচেয়ে বেশি। এর পরে আছে জার্মানিরই প্রতিবেশী অস্ট্রিয়া এবং পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর ও মালয়েশিয়া।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ‘মন্ত্রণালয় বিভক্ত হওয়ার পর নাগরিকত্ব পরিত্যাগের তথ্য হারিয়ে যায়। ফলে, ২০১৭ সালের পূর্বে কতজন বাংলাদেশি নাগরিকত্ব পরিত্যাগ করেছেন, সে তথ্য সুরক্ষা সেবা বিভাগে নেই।’ তাদের ধারণা, ২০১৭ সালের পূর্বে সংখ্যাটি এখনকার তুলনায় বেশ কম ছিল।

পছন্দের শীর্ষে জার্মানি: গেল আট বছরে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে ৪০টির বেশি দেশের নাগরিকত্ব নিয়েছেন বাংলাদেশিরা। গেল আট বছরে এক হাজার ২৮১ জন বাংলাদেশি জার্মানির, ৩৯২ জন অস্ট্রিয়ার, ১৮০ জন সিঙ্গাপুর, ১৫১ জন ভারত, ৬০ জন কোরিয়া, ৫৭ জন নরওয়ে, ২৫ জন যুক্তরাজ্য, ১৭ জন ইউক্রেন, ১৫ জন শ্রীলঙ্কা, ১৩ জন করে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ইরান; ১১ জন ইন্দোনেশিয়া ও নয়জন বুলগেরিয়ার নাগরিকত্ব নিয়েছেন। এ ছাড়া, পাকিস্তান ও মিয়ানমারের নাগরিকত্ব নিয়েছেন চারজন।

দ্বৈত নাগরিকত্ব ৩৩ হাজার: ১৯৮৮ সাল থেকে বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব অনুমোদন শুরু করে সরকার। এখন পর্যন্ত ৩৩ হাজার ৮৭৫ জনের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। ১৯৮৮ সালে ২২৭ জনকে দ্বৈত নাগরিকত্ব দেওয়া হয়। সুরক্ষা সেবা বিভাগের তথ্যে ক্রমেই দ্বৈত নাগরিকত্ব নেওয়ার তথ্য বাড়তে দেখা যায়। কয়েক বছরের ব্যবধান দিয়ে উপাত্তের দিকে তাকালে পাওয়া যায়, ১৯৮৯ সালে ৩১৫ জন, ২০০০ সালে ২৮৬ জন, ২০০৮ সালে ১ হাজার ১৮০ জন, ২০১৪ সালে এক হাজার ৬৯৯ জন, ২০২০ সালে এক হাজার ১৮৭ জন, ২০২২ সালে এক হাজার ৭৮৬ জন এবং ২০২৩ সালে চার হাজার ১৩৩ জন বাংলাদেশি দ্বৈত নাগরিকত্ব নিয়েছেন।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বহু দুর্নীতিবাজ ও নব্য ধনীর বিদেশে অর্থ পাচারের পাশাপাশি পরিবারের সদস্যদের বিদেশে পাড়ি জমানোর কথা জানা যায়। ওই সরকারের শেষ দিকে বাংলাদেশিদের আরও বেশি দেশের দ্বৈত নাগরিকত্ব নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হয়। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি বাংলাদেশিদের নতুন করে আরও ৪৪টি দেশের দ্বৈত নাগরিকত্ব নেওয়ার সুযোগ করে দেয় মন্ত্রিসভা। এর পূর্বে ৫৭টি দেশের নাগরিকেরা এ সুযোগ পেতেন। কয়েকটি শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠীর কর্ণধাররা নিজে কিংবা তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে অন্য দেশের নাগরিকত্ব নিয়েছেন বা দ্বৈত নাগরিকত্বের অধিকারী বলে মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।

কোন কোন দেশের পাসপোর্ট পাওয়ার শর্ত হিসেবে পূর্বের দেশের নাগরিকত্ব পরিত্যাগ করতে হয়। আবার কোন কোন দেশের পাসপোর্ট পাওয়ার পর নাগরিক হিসেবে শপথ নিতে হলে পূর্বের নাগরিকত্ব পরিত্যাগ করতে হয়। এ জন্য উল্লিখিত বাংলাদেশিরা নাগরিকত্ব ছেড়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বর্তমান আইন অনুযায়ী, কোন বাংলাদেশি অন্য দেশের পাসপোর্ট (অর্থাৎ নাগরিকত্ব) গ্রহণের পর বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব রাখতে না চাইলেও এ দেশে ৭৫ হাজার ডলার স্থায়ী বিনিয়োগ করে সহজেই স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান। সুরক্ষা সেবা বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘কোন বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করলেও তার পরবর্তী তিন প্রজন্মের বংশধরের বাংলাদেশের নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে বহাল থাকবে।’

সুরক্ষা সেবা বিভাগের নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগের উপসচিব আলীমুন রাজীব বলেন, ‘আইন অনুযায়ী বাংলাদেশিরা নাগরিকত্ব পরিত্যাগ করতে পারেন। ১০১টি দেশের নাগরিকেরা বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব পান।’

৪৫২ বিদেশি পেয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব: ১৯৮৮ সালে প্রথম চারজন বিদেশিকে নাগরিকত্ব দেয় বাংলাদেশ। ১৯৮৯ সালে নাগরিকত্ব পান ৩৩ বিদেশি। এরপর ২০০৩ ও ২০১০ সাল ছাড়া প্রতি বছরই কিছু না কিছু বিদেশিকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে। এখন পর্যন্ত মোট ৪৫২ জন বিদেশি নাগরিক বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন। তাদের বেশির ভাগই নাগরিকত্ব পেয়েছেন বৈবাহিক সূত্রে। দীর্ঘ দিন ধরে বসবাসের কারণেও বেশ কয়েকজনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে।

আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিই কারণ: দেশের আর্থসামাজিক পরিস্থিতি, নিরন্তর রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতির কারণে আর্থিকভাবে সামর্থ্যবান ও উচ্চ দক্ষতার ব্যক্তিদের মধ্যে দীর্ঘ মেয়াদে বা স্থায়ীভাবে বিদেশে যাওয়ার প্রবণতা বেড়েছে। সংবাদপত্রের প্রতিবেদন, বিভিন্ন জরিপ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মেধাবীদের বিদেশে শিক্ষা গ্রহণের পরও থেকে যাওয়া এবং দেশ থেকে সামর্থ্যবানদের বিদেশে পাড়ি জমানোর প্রবণতার চিত্র পাওয়া যায়। পত্রপত্রিকায় প্রকাশিত সাম্প্রতিক লেখালেখি ও গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার চরমভাবাপন্ন হয়ে পড়া, খাদ্যে ভেজালের দৌরাত্ম্য, শিক্ষার মানের অবনতি ইত্যাদির কারণেও ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে বিত্তবানদের মধ্যে দেশ ছাড়ার ঘটনা বাড়ছে। বৈধ ও অবৈধভাবে অভিবাসী কর্মীদেরও একটি অংশ বিদেশে স্থায়ী হন।

ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে ‘নেক্সট জেনারেশন বাংলাদেশ ২০২৪’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের ফল প্রকাশিত হয় গেল ৬ নভেম্বর। এতে বলা হয়, ‘বাংলাদেশের ৪২ শতাংশ তরুণ বেকারত্ব নিয়ে উদ্বিগ্ন ও ৫৫ শতাংশ তরুণ দেশ ছেড়ে বিদেশে চলে যেতে আগ্রহী।’

সার্বিকভাবে দেশে সুশাসনের অভাব থাকাতেই সুযোগ পেলে অনেকে দেশ ছাড়ছেন বলে মনে করেন শীর্ষ বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ ইনিশিয়েটিভ কর্মসূচির প্রধান শরিফুল ইসলাম হাসান।

তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের যত গল্পই বলি না কেন, বাস্তবতা হচ্ছে সুযোগ পেলেই লোকজন দেশ ছেড়ে যেতে চান। এর একটা বড় কারণ হল সুশাসনের ঘাটতি। যখন কেউ দেখে যে, মতপ্রকাশের স্বাধীনতা নেই, ক্রসফায়ার-গুম হচ্ছে- এসব কারণে নিজের বা সন্তানের ভবিষ্যতের চিন্তা করে তাঁরা দেশ ছাড়ছেন। রাজনীতিবিদ বা আমলারা যতই দেশের উন্নয়নের কথা বলেন না কেন, তাদের অনেকেই মনে করেন, দেশের আসলে ভবিষ্যৎ নেই। এ জন্য নিজের সন্তানদের বিদেশে পাঠান, নিজের বাড়ি-গাড়ি বিদেশেই করেন।’

ShareTweetShare

আরও পড়ুন

গ্যালাক্সি বাংলাদেশের চেয়ারম্যান তৌফিক উদ্দিনের ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন
অর্থনীতি

গ্যালাক্সি বাংলাদেশের চেয়ারম্যান তৌফিক উদ্দিনের ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন

রেফ্রিজারেটরে অল রাউন্ড কুলিং ফিচার থাকা জরুরি কেন?
তথ্যপ্রযুক্তি

রেফ্রিজারেটরে অল রাউন্ড কুলিং ফিচার থাকা জরুরি কেন?

বটগাছের নিচে দাঁড়িয়ে- সিনেমার নতুন সংজ্ঞা
বিনোদন

বটগাছের নিচে দাঁড়িয়ে- সিনেমার নতুন সংজ্ঞা

হুমায়ূন আহমেদ স্মরণে স্কেচ গ্যালরির নতুন নাটক ‘সাজঘর’
বিনোদন

হুমায়ূন আহমেদ স্মরণে স্কেচ গ্যালরির নতুন নাটক ‘সাজঘর’

ভাটিখাইনে ১০ দিনের শোহদায়ে কারবালা মাহফিল সম্পন্ন
চট্টগ্রাম

ভাটিখাইনে ১০ দিনের শোহদায়ে কারবালা মাহফিল সম্পন্ন

পটিয়ায় বিশ্ব সুন্নি আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ
চট্টগ্রাম

পটিয়ায় বিশ্ব সুন্নি আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ

পুরোনো সংখ্যা

সর্বশেষ

গ্যালাক্সি বাংলাদেশের চেয়ারম্যান তৌফিক উদ্দিনের ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন

গ্যালাক্সি বাংলাদেশের চেয়ারম্যান তৌফিক উদ্দিনের ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন

রেফ্রিজারেটরে অল রাউন্ড কুলিং ফিচার থাকা জরুরি কেন?

রেফ্রিজারেটরে অল রাউন্ড কুলিং ফিচার থাকা জরুরি কেন?

বটগাছের নিচে দাঁড়িয়ে- সিনেমার নতুন সংজ্ঞা

বটগাছের নিচে দাঁড়িয়ে- সিনেমার নতুন সংজ্ঞা

হুমায়ূন আহমেদ স্মরণে স্কেচ গ্যালরির নতুন নাটক ‘সাজঘর’

হুমায়ূন আহমেদ স্মরণে স্কেচ গ্যালরির নতুন নাটক ‘সাজঘর’

ভাটিখাইনে ১০ দিনের শোহদায়ে কারবালা মাহফিল সম্পন্ন

ভাটিখাইনে ১০ দিনের শোহদায়ে কারবালা মাহফিল সম্পন্ন

পটিয়ায় বিশ্ব সুন্নি আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ

পটিয়ায় বিশ্ব সুন্নি আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ

আয়মন শিমলা: অভিনয়ে নয়, অনুভবে ডুবে থাকা এক শিল্পী

আয়মন শিমলা: অভিনয়ে নয়, অনুভবে ডুবে থাকা এক শিল্পী

আগে স্থানীয় নির্বাচন দিলে আইনশৃঙ্খলার আরও অবনতি হবে: জাহিদ হোসেন

আগে স্থানীয় নির্বাচন দিলে আইনশৃঙ্খলার আরও অবনতি হবে: জাহিদ হোসেন

ভাটিখাইনে বৃক্ষরোপণ কর্মসূচি: সমাজসেবকদের স্মরণে গাছের চারা বিতরণ

ভাটিখাইনে বৃক্ষরোপণ কর্মসূচি: সমাজসেবকদের স্মরণে গাছের চারা বিতরণ

কুমিল্লায় অনুষ্ঠিত হল চবিয়ানদের মিলনমেলা

কুমিল্লায় অনুষ্ঠিত হল চবিয়ানদের মিলনমেলা

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.