চট্টগ্রাম: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পটিয়া উপজেলা শাখার বার্ষিক কাউন্সিল শনিবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ কাউন্সিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি সফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সহ-সভাপতি এনামুল হক চৌধুরী ও যুগ্ম সম্পাদক এসএম ইউসুফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া মুকুটনাইট হাজী আনছুর আলী সপ্রাবির প্রধান শিক্ষক মোছাম্মৎ নাছিমুন আরা বেগম।
অনুষ্ঠানে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পটিয়া উপজেলা শাখার কার্যকরী পরিষদ নির্বাচিত হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন বেলমুড়ি সপ্রাবির প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও দক্ষিণ কেলিশহর সপ্রাবির সহকারী শিক্ষক মোহাম্মদ নাছির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যকরী পরিষদের অবশিষ্ট ৫১ পদে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ৫১ জন প্রতিনিধি নির্বাচিত হন।