চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী দুই যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার (৮ নভেম্বর) মধ্যরাত ১২টার পরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইপিজেড থানার ফ্রিপোর্ট অংশে লালখান বাজারমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। ব্যাপারটি তদন্ত করে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’
নিহতরা হলেন মো. মোক্তার (২৮) ও মো. রুবেল (৩৬)। দুইজন সিটির সদরঘাট এলাকার বাসিন্দা। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা যায়, মোটরসাইকেল থেকে ছিটকে সড়কবাতির পাশে আটকে আছে একজন। অন্যজনের নিথর শরীর পড়ে রয়েছে কয়েক হাত দূরে। তার ১০-১২ হাত দূরে তাদের বাইকটি। ঘটনাস্থলেই প্রাণ হারান দুইজন।
ফায়ার সার্ভিস কন্ট্রোল অফিস জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের (চট্ট মেট্রো-ল ১৭-৪৩১৮) সাথে রেলিংয়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন দুই আরোহী। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মোহাম্মদ আখতারুজ্জামান জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা থেকে লালখান বাজার যেতে সিইপিজেড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটিতে ধাক্কা খেলে দুই আরোহী ছিটকে পড়ে। এতে দুইজনই ঘটনাস্থলে প্রাণ হারান। তাদের একজন খুঁটিতে আটকে ছিলেন, অন্যজনের লাশ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।