সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদাকাত উল্লাহ মিয়াজীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম সিটির কর্নেলহাটের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাদাকাত বাড়বকুণ্ড ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের মিয়াজী পাড়ার মৃত আবুল খায়ের পুত্র।
সাদাকাত উল্লাহ মিয়াজীর বিরুদ্ধে জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় খুনের মামলা রয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাদাকাত উল্লাহ মিয়াজীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় জুলাই বিপ্লবে খুনের মামলা রয়েছে।
মজিবুর রহমান আরও জানান, শনিবার (৯ নভেম্বর) সকালে সাদাকাত উল্লাহকে আদালতে পাঠানো হয়েছে।