চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১২নং চিকনদণ্ডী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবদুল কাদের দপ্তরির বাড়িতে পুকুরের পানিতে ডুবে মো. মোস্তাকিম (৪) নামে এক শিশু মারা গেছে।
আজ রবিবার (৪ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। মোস্তাকিম এই বাড়ির মো. মামুনের পুত্র।
স্থানীয় সমাজকর্মী রুপেশ কুমার শীল জানান, আজ রবিবার উক্ত বাড়ির মো. মামুনের চার বছর বয়সী পুত্র মোস্তাকিম পরিবারের লোকজনের অজান্তে খেলতে গিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তার লাশ ভেসে উঠতে দেখে।
পরিবারের আদরের ছোট শিশুর মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।