মিরসরাই, চট্টগ্রাম: বন্ধুদের নিয়ে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় পর্যটন কেন্দ্র মহামায়া লেকে ঘুরতে গিয়ে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত প্রধান আসামি রিয়াজউদ্দিনকে (২৮) শুক্রবার (৮ নভেম্বর) গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনী জেলার সোনাগাজী উপজেলা ও ফেনী সদর থেকে বন্ধুদের নিয়ে মহামায়া পর্যটন কেন্দ্রে বেড়াতে যান ওই তরুণী। এ সময় তারা ইকোপার্কের মহামায়া লেকের গহীনে গেলে কয়েকজন বখাটে যুবক তরুণীর বন্ধুদের আটকে রেখে ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। পরে তারা ব্যাপারটি জানালে নিরাপত্তা কর্মীরা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, ‘বখাটেদের ব্যবহার করা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।’
এছাড়া রিয়াজউদ্দিন নামের যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।