ফটিকছড়ির নাজিরহাট পৌর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ ঘর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
আজ রবিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খাস মোহাম্মদ তালুকদার বাড়িতে এ ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ আলি।
তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ফটিকছড়ি ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা ৮০ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ক্ষতি প্রায় ৬ লাখ টাকার ওপরে হতে পারে।