চট্টগ্রাম: প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কার সাধনের পর নতুন রুপ পেয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শুভ ক্যান্টিন। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যান্টিনের ব্যাপক সংস্কার সাধন করে ও ক্যান্টিনটিকে একটি নতুন রূপ দেয়।
সিভাসুর উপাচার্য প্রফেসর মোহাম্মদ লুৎফুর রহমান সম্প্রতি নতুন রূপে সজ্জিত শুভ ক্যান্টিনের উদ্বোধন করেন। পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র ও ছাত্রী হলের প্রভোস্ট, প্রক্টরসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘আজকের দিনটি আমার জন্য বিশেষ একটি অধ্যায়। উপাচার্য হিসেবে প্রথম বারের মত কোন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করছি। আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছি ও আশা করছি, সিভাসুকে দেশের অন্যতম সেরা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে পারব।’
মোহাম্মদ রাশেদুল আলম বলেন, ‘নাস্তার গুণগত মান বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আমরা ক্যান্টিনে আরো পুষ্টিকর আইটেম সংযোজন করার চেষ্টা করব।’
উদ্বোধনী অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়া উদ্দিন, মাইনুল ইসলাম ও তারেক মোল্লা।