পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নতুন নিযুক্ত চট্টগ্রাম দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলীকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করছেন জেলা, উপজেলা ও পৌরসভা এলডিপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম সিটির নাসিরাবাদের এয়াকুব টাওয়ারে এম এয়াকুব আলীর অফিসে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা, পটিয়া উপজেলা ও পটিয়া পৌরসভা ও দক্ষিণ জেলা গনতান্ত্রিক যুবদল, ছাত্রদলের নেতারা।
এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মনসুর আলম, দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, দক্ষিণ জেলা এলডিপির দপ্তর সম্পাদক আইয়ুব আলী, সহ-সভাপতি আবুল মনসুর সওদাগর, পটিয়া পৌরসভা এলডিপির সভাপতি আবদুর রশিদ, সহসাধারণ সম্পাদক গাজী আমির হোসেন, জিরি ইউনিয়ন এলডিপির সভাপতি জাহাঙ্গীর আলম, খরনা ইউনিয়ন এলডিপির সভাপতি আবদুর রশিদ, শোভনদন্ডী ইউনিয়ন এলডিপির সভাপতি মো. হারুন, পৌর এলডিপি নেতা মো. বেলাল, সাইফুল ইসলাম, শাহ আলম, খরনা ইউনিয়ন এলডিপি নেতা মো. জাহেদ, গণতান্ত্রিক ছাত্রদলের পটিয়া পৌর সভাপতি আমিনুল হক তানিম, দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন, জাহিদুল ইসলাম খান, শাহাদাত হোসেন মুন্না, ফরিদ হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে এয়াকুব আলী বলেন, ‘এলডিপির সভাপতি অলি আহমদ আমার উপর আস্থা রেখে যে গুরু দায়িত্ব দিয়েছেন, তা যেন আমি যথাযতভাবে পালন করতে পারি। সেজন্য আপনাদের সবার সহযোগিতায় কামনা করছি।’
তিনি আরো বলেন, ‘চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির হারানো গৌরব ফিরিয়ে আনতে প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আন্তরিকভাবে কাজ করতে হবে। সব স্তরের মানুষের মাঝে এলডিপির দাওয়াত দিয়ে নতুন নতুন কর্মী সৃষ্টির উদ্যোগ নিতে নিতে হবে।’
গণতান্ত্রিক রাজনৈতিক, মানবিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় এলডিপি সম্পর্কে সাধারণ মানুষের মাঝে বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রসঙ্গত, এলডিপি নির্বাচন কমিশন কর্তৃক এক নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল। যার প্রতীক ছাতা। দলটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন অলি আহমদ। যিনি গেল ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের আন্দোলনের রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন।