চট্টগ্রাম: রোটারি ক্লাব অব চিটাগং এলায়েন্সের সাধারণ সভা রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় সিটির একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন রোটারিয়ান শহিদুল ইসলাম মামুন।
সভায় বক্তব্য দেন রোটারিয়ান পিপি আনোয়ার হোসাইন, রাশেদ ইউসুফ, মোহাম্মদ মোস্তফা, শফিউল আজম সেলিম ও সেলিম উদ্দিন, রোটারিয়ান আইপিপি রাজিব বড়ুয়া, আবদুল হালিম, রোটারিয়ান মেজবাহ উদ্দিন, মুহিব্বুল্লাহ জুয়েল ও মোহাম্মদ ইলিয়াস, সেক্রেটারি রোটারিয়ান এমএ হাসান।
সভায় বক্তারা ২০২৪-২৫ রোটারি বর্ষের প্রেসিডেন্ট শহীদুল ইসলাম মামুনকে অভিনন্দন জানান এবং এই রোটারি বর্ষে বিভিন্ন প্রজেক্ট ও পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।
শহিদুল ইসলাম মামুন মীরসরাইয়ে পরিচালিত ক্লাবের বর্তমান প্রজেক্ট ‘বন্যা পরবর্তী পুনর্বাসন প্রকল্পের’ আপডেট দেন। ইতোমধ্যে ঘরের কাজ সম্পূর্ণ হয়েছে এবং আগামী ৮ নভেম্বর অফিসিয়ালি ঘর হস্তান্তরের জন্য মীরসরাই যাওয়ার পরিকল্পনা গৃহীত হয়।
সভায় রোটারি ক্লাবের অধীনে পরিচালিত রোটারেক্ট ক্লাব অব চিটাগং এলায়েন্সের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ হাসান), পিপি রোটারিয়ান রাজিয়া সুলতানা, আইপিপি রো. রেজাউল করিম, প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ মইন উদ্দিন, সেক্রেটারি আহমদ উল্লাহ আরফাত উপস্থিত ছিলেন।
রোটারিয়ান মেজবাহ উদ্দিনের সমাপনী বক্তব্য দেন।