চট্টগ্রাম: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, ‘২৪’-এর অসহযোগ আন্দোলনের ঘোষক, হাতিয়ার সন্তান আব্দুল হান্নান মাসউদকে চট্টগ্রামস্থ হাতিয়াবাসীর পক্ষ থেকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা শুক্রবার (১ অক্টোবর) রাতে সিটির এলজিইডি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। হাতিয়া ছাত্র-যুব পরিষদের সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমন্বয়ক তানভীর শরীফ ও মোহাম্মদ রাসেল আহমেদ।
সভায় আব্দুল হান্নান মাসউদ হুঁশিয়ারি করে বলেন, ‘জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটভুক্ত কোন দলই বিচারের পূর্ব পর্যন্ত কোন রাজনৈতিক কর্মসূচী পালন করতে পারবে না।’
এ সময় তিনি নিজ নিজ এলাকায় সব অনিয়ম, চাঁদাবাজি ও দলবাজের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এছাড়াও, জাতীয় পার্টি আওয়ামী ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যা দিয়ে আওয়ামী অপরাধের দায় তারা এড়াতে পারে না বলেও মন্তব্য করেন মাসউদ।
তিনি বলেন, ‘এক ফ্যাসিবাদকে উৎখাত করে আরেক ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে ছাত্র নাগরিক জীবন দেয়নি। তাই, যে সংবিধান বাকশাল কায়েমে সহযোগীতা করেছে, সেই সংবিধান ছুঁড়ে ফেলার দাবি জানাই। বাহাত্তরের সংবিধান অবশ্যই পরিবর্তন করতে হবে।’