হাটহাজারী, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের নারী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।
শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ওই বাসার দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র ও ওই ছাত্রীর সহপাঠীরা জানান, ওই ছাত্রীর নাম তাজরিয়ান আহমেদ সোয়ারা। অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষা বর্ষের ছাত্রী ছিলেন তিনি। তার পরিবার ঢাকার খিলগাঁওয়ে থাকে।
সহপাঠীরা জানান, পরিবারিক কলহের কারণে প্রায় মানসিকভাবে বিষণ্ন থাকতেন তাজরিয়ান আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন সংবাদ মাধ্যমকে বলেন, ‘সকালে খোঁজ পেয়ে আমরা সাড়ে সাতটার দিকে পুলিশ ও প্রক্টরিয়াল বডি দরজা ভেঙে ওই ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছি। আমরা পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করছি। একটি চিরকুটও পেয়েছি আমরা। তার সহপাঠী ও বন্ধুদের সঙ্গে কথা বলে জেনেছি, পারিবারিক কারণে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি।’
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের চিফ মেডিক্যাল অফিসার ডাক্তার মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘এক ছাত্রীর মরদেহ উদ্ধারের পর আমরা সেখানে গিয়েছিলাম। প্রাথমিক পর্যবেক্ষণ করার পর এটি আত্মহত্যা বলে মনে হয়েছে আমাদের।’
তাজরিয়ান আহমেদের সহপাঠী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী ঈশা দে বলেন, ‘আমি প্রায়ই ওর বাসায় যেতাম। গতকালও গিয়েছিলাম পড়তে। ও কিছুটা ইন্ট্রোভার্ট স্বভাবের ছিল। আজ সকালে তার মৃত্যুর খবর জেনে বিশ্বাস করতে পারছিলাম না। ও পারিবারিক কারণে বিষণ্ন থাকত, তবে আমাদের সাথে খুব বেশি কিছু শেয়ার করত না।
এর পূর্বে গেল দুই মাস আগে পারিবারিক কলহ ও পিতামাতার বিচ্ছেদের আশঙ্কা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তাজরিয়ান। সেখানে তিনি পিতা কর্তৃক বিভিন্ন নির্যাতনের কথা উল্লেখ করেন।