ফটিকছড়ি, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় গর্ত থেকে সুপারি তুলতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ধারণা, গর্তে নেমে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে দুইজনের। একই ঘটনায় আরো চারজন অসুস্থ হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপন দুুই ভাইয়ের মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মাহিন উদ্দিন।
শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের হাজী গুন্নু মিয়া সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। দুই ভাই হলেন শফি সওদাগর ও শহিদুল ইসলাম।
পাইন্দং এলাকার ব্যবসায়ী মো. হামিদ উল্লাহ বলেন, ‘শফি সওদাগর সুপারির ব্যবসায় করতেন। আর তার ভাই শহিদুল আরব আমিরাত প্রবাসী। আগামী সপ্তাহে প্রবাসে চলে যাওয়ার কথা ছিল তার। আজ সুপারি তুলতে গর্তে নেমে তাদের মৃত্যু হয়েছে বলে শুনেছি।’
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কামাল উদ্দিন জানান, ‘সংবাদ পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজন মহিলা ও পাঁচজন পুরুষকে উদ্ধার করে দ্রুত মেডিকেলে পাঠিয়েছে। একটি ৭-৮ ফুট গর্তে সুপারি রাখা হয়েছিল। সে সুপারি তুলতে গিয়েই মূলত এ ঘটনা ঘটেছে। গর্তটিতে সুপারির গন্ধে অতিরিক্ত মিথেন গ্যাস তৈরি হয়। ফলে, অক্সিজেনের অভাবে কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলে আর কেউ অসুস্থ হয়ে পড়ে।’