চট্টগ্রাম: বন্দর থানা মোটর চালক দলের আহ্বায়ক কমিটি গঠন ও আলোচনা সভা রোববার (২৭ অক্টোবর) রাতে অনুষ্ঠিত হয়েছে।
মো. হানিফের সভাপতিত্বে ও মোহাম্মদ জহিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বন্দর থানা বিএনপির সভাপতি মো. হানিফ। প্রধান বক্তা ছিলেন বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান। বিশেষ অতিথি ছিলেন ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, মোটর চালক দলের মহানগর সিনিয়র সহসভাপতি মো. হাসেম, সাধারণ সম্পাদক নুরুউদ্দিন মুন্না, যুগ্ন সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম।
সভায় মো. হানিফকে আহ্বাক ও মো. জহির সদস্য সচিব করে বন্দর থানা মোটর চালক দলের ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
সভায় মো. হানিফ বলেন, ‘বন্দর শ্রমিকদের ব্যবহার করে কেউ কোন দিন বন্দরকে জিম্মি করে, তাদের অবৈধ স্বার্থ হাসিল করতে পারবে না।’
মো. জাহিদ হাসান বলেন, ‘পরিবহন শ্রমিকদের সব যৌক্তিক দাবি আদায়ের জন্য বন্দর থানা বিএনপি সব সময় শ্রমিকদের পাশে থাকবে।’