চট্টগ্রাম: জামায়াতে ইসলামী আকবর শাহ থানা জামায়াত মহিলা বিভাগের উদ্যোগে প্রায় দুইশত ডেলিগেট নিয়ে স্থানীয় একটি মিলনায়তনে কর্মী শিক্ষা শিবির শনিবার (২৬ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান মেহেমান জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী শাখার শুরা সদস্য ও আকবরশাহ থানা আমীর আব্দুল হান্নান চৌধুরী। বিশেষ মেহমান ছিলেন চট্টগ্রাম মহানগরী মজলিশে শুরার সদস্যা ও জোন পরিচালক রেহানা আক্তার রানু।
শিক্ষা শিবিরে আব্দুল হান্নান চৌধুরী বলেন, ‘বৈষম্যহীন সমাজ গঠনের জন্য নারী সমাজকে এগিয়ে আসতে হবে। সে জন্য দাওয়াতী কাজকে আরো প্রসার করতে হবে। সমাজের প্রতিটি নারীর কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। ইকামতে দ্বীনের বিষয়ে কখনো গাফেল হওয়া যাবে না ‘
থানা মহিলা জামায়াতের সেক্রেটারি নুর জাহানের সভাপতিত্বে বৈঠকে আলোচনা করেন ফাতেমা খাতুন, আসমা আক্তার, শাহীদা আক্তার সুমী।