পটিয়া, চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার ভাটিখাইন বাইপাস এলাকায় জনগুরুত্বপূর্ণ ও ঘনবসতি স্থানে পটিয়া পৌরসভার ডাম্পিং স্টেশন নির্মাণ করে ময়লা আবর্জনা ফেলার উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। বুধবার (২৩ অক্টোবর) প্রায় অর্ধ শতাধিক লোকের স্বাক্ষরিত একটি আবেদন পটিয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দিযেছে এলাকাবাসী। এতে দ্রুত পৌরসভার এ সিদ্ধান্তকে বাতিলের দাবি জানানো হয়েছে।
এলাকাবাসী জানান, ওই স্থানে ভাটিখাইন মির্জা আলী লেদু শাহ্ দাখিল মাদ্রাসার প্রবেশ মুখ, মসজিদ, মাজার, কবরস্থান ও মন্দির রয়েছে। আশেপাশের এলাকায় প্রায় পাঁচ হাজার লোক বসবাস করে। এছাড়া, প্রতিদিন বাইপাস সড়ক দিয়ে হাজার হাজার যানবাহন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাতায়াত করে। মহাসড়কের উপর ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় ময়লা-আবর্জনার দুর্গন্ধে যানবাহনের যাত্রীসহ মাদ্রাসা, মসজিদ, মাজার, মন্দির ও এলাকার লোকজনের মারাত্মক ক্ষতি হবে।
তাই, ওই স্থানে ডাম্পিং স্টেশন নির্মাণ বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবসী।
এলাকার সমাজ সেবক প্রকাশ চক্রবর্তী, আশরাফুল ইসলাম তাইফু, কাজী নিজাম উদ্দিন জানান, ভাটিখাইন বাইপাস এলাকায় জনগুরুত্বপূর্ণ ও ঘনবসতি স্থানে পটিয়া পৌরসভার ডাম্পিং স্টেশন নির্মাণ করে ময়লা আবর্জনা ফেলার উদ্যোগ নেয়ায় এলাকার লোকজন ক্ষুদ্ধ।