রাউজান, চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের `০৯ ব্যাচের প্রাক্তন ছাত্র প্রকৌশলী তানজিল জাহান ইসলাম তামিমকে হত্যার প্রতিবাদে ও হত্যায় জড়িতদের গ্রেফতারপূর্বক আইনানুগ শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে চুয়েট প্রশাসনের উদ্যোগে এ মানববন্ধনটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ (উপাচার্যের কার্যালয়)’-এর সামনে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন চুয়েটের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য দেন চুয়েটের উপাচার্যের জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক সুদীপ কুমার পাল, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক মুহাম্মদ রাশিদুল হাসান, চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জিএম সাদিকুল ইসলাম, চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, চুয়েট কর্মচার্রী সমিতির সভাপতি মো. জামাল উদ্দীন, পুরকৌশল বিভাগের ছাত্র মাহফুজুর রহমান মোহাব্বত।
সঞ্চালনা করেন চুয়েটের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান।
সুদীপ কুমার পাল বলেন, ‘চুয়েটের সাবেক ছাত্র তানজিল জাহান ইসলাম তামিমের হত্যা চোখের সামনে ঘটে যাওয়া একটি নির্মম অপরাধ। আমি অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে চুয়েট পরিবারের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের বিচার চাই এবং হত্যায় জড়িতদের গ্রেফতারপূর্বক আইনানুগ শাস্তির দাবি জানাই; যাতে ভবিষ্যতে চুয়েট পরিবারের কারো সঙ্গে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’