বাঁশাখাী, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২০ অক্টোবর) গভীর রাতে পৌর সদরের মিয়ারবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘রাতে স্থানীয় লোকজনের কাছে পুলিশ জানতে পায় যে, হেলমেট পরা অবস্থায় আবদুল গফুর মিয়ারবাজারে অবস্থান করছেন। এমন খবরের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
এর পূর্বে, গেল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রাক্তন মেয়র তোফাইল বিন হোছাইনের দুই সহযোগী শাহনুর মোহাম্মদ ইলিয়াস ও মিনারুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।