চট্টগ্রাম: চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টারের আয়োজনে আন্তঃ ট্রেনিং সেন্টার ফুটবল প্রতিযোগিতা ২০২৪ সিটির আউটার স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) সকালে এর উদ্বোধন করেন সেন্টারের সভাপতি মশিউর আলম স্বপন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সেন্টারের সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরন, পরিচালক তাহের আহমেদ, নজরুল কবির দীপু, অঞ্জন চক্রবর্তী, নাহিদ মুরাদ মুন্না, শাহারিয়া ইসলাম রেজাউল করিম, কোচ নজরুল বাবু, নুর হোসেন দৌলত, মহসিন সাজু।
ট্রেনিং সেন্টারের ম্যানেজার সাইফুল ইসলাম পরিচালনা করেন।
প্রতিযোগিতায় দুই গ্রুপে আটটি দল অংশ নেয়। ছোট গ্রুপে পদ্মা একাদশ, মেঘনা একাদশ, যমুনা একাদশ এবং বড় গ্রুপে হালদা একাদশ, মাতামুহুরি একাদশ, কর্ণফুলী একাদশ, সাঙ্গু একাদশ, বাকখালী একাদশ।
উদ্বোধনী খেলায় পদ্মা একাদশ ২-০ গোলে মেঘনা একাদশের বিরুদ্ধে জয়লাভ করে। পদ্মা একাদশের রবিউল ও আদনান গোল করেন।