চট্টগ্রাম: ‘হৃদয়ের টানে বন্ধুত্বের আবাহনে’ প্রতিপাদ্যে মানবিক সংগঠন স্বস্তিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী গেল ৫ অক্টোবর উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন ওড়িশী নৃত্যশিল্পী প্রমা অবন্তী, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার বাবলী মল্লিক।
অনুষ্ঠানে প্রমা অবন্তী বলেন, ‘আর্ত, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে ‘স্বস্তিকা’ স্বপ্ন দেখে অবহেলিত সম্প্রদায়ের অনাথ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের স্বনির্ভর করার। শুধুমাত্র ক্ষুধানিবৃত্তিই নয়, অনাথ আশ্রমগুলো সেখানে আশ্রিত দেবশিশুদের দিতে সমর্থ হবে আত্মনির্ভরশীল জীবন। শিক্ষার প্রায়োগিক জ্ঞান ও প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা পরিণত হবে দক্ষ মানবসম্পদে।’
একজন শুভানুধ্যায়ী হিসেবে স্বস্তিকার মহতি জয়যাত্রা ও সফলতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল শুভাশিস দাশ গুপ্ত ও রুমা চৌধুরীর সঞ্চালনায় সাংস্কৃতিক পরিবেশনা।
এ পর্বে ছিল নাট্যন্যায্য দলের মুখাভিনয়, শিল্পী সূপর্ণা রায় চৌধুরী, সীমা সেন ও মুন্নী বড়ুয়ার সঙ্গীতায়োজন। আরো ছিল ক্ষুদে শিল্পী সুস্ময় দাশগুপ্ত ও কৌশিক সীমান্তের পরিবেশনা।
প্রতিষ্ঠা বার্ষিকীর কেকে কাটার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।