রাউজান, চট্টগ্রাম: ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে। সম্প্রতি প্রকাশিত এ র্য্যাঙ্কিংয়ে দেখা যায়, পৃথিবীর ১০০১-১২০০ বিশ্বিবদ্যালয়ের মধ্যে অবস্থান করছে চুয়েট। টাইম হাইয়ার এডুকেশন (টিএইচই) কর্তৃক এ তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত র্যাঙ্কিংয়ের বিষয়ে চুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক মো. আব্দুর রহমান ভূইয়াঁ বলেন, ‘শিক্ষা-গবেষণার গুণগত মান বৃদ্ধিতে আইকিউএসি পুরো বছর বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। এ র্যাঙ্কিংয়ে আমাদের অগ্রগতি প্রতিফলিত হয়েছে। আমরা সামনের দিনে আরো এগিয়ে যেতে সচেষ্ট আছি।’
এ দিকে, এ নিয়ে চুয়েটের অন্তর্বর্তী দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক সুদীপ কুমার পাল বলেন, ‘টিএইচই কর্তৃক প্রদত্ত এ স্বীকৃতি আমাদের আরো এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। শিক্ষা-গবেষণার অগ্রগতির ধারাবাহিকতা রাখতে আমরা নানামুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে, সুন্দর পরিবেশে যাতে শিক্ষা-গবেষণা এগিয়ে যেতে পারে, সেজন্য দক্ষ শিক্ষক ও বিশ্ব মানের ল্যাব ইকুইপমেন্ট আছে আমাদের। আমরা শিক্ষকদের অধিক দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত যে প্রশিক্ষণ কর্মসূচি চালাচ্ছি, এর ফলস্বরূপ আগামীতে বিশ্ব র্যাঙ্কিংয়ে আরো ভাল স্কোর আসবে বলে আমি আশাবাদী।’