চট্টগ্রাম: শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর প্রাক্কালে চট্টগ্রাম সিটির জেএম সেন হল পূজামন্ডপ, কুসুমকুমারী স্কুল পূজামণ্ডপ, হাজারি গলি পূজামণ্ডপ ও নবগ্রহবাড়ি পূজামণ্ডপ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।
বুধবার (৯ অক্টোবর) তিনি এসব মন্ডপ পরিদর্শন করেন।
হাসিব আজিজ সিটির পূজামণ্ডপের নিরাপত্তা ও পূজা উদ্যাপনের ব্যাপারে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করেন ও বিভিন্ন পরামর্শ দেন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আশ্বস্ত করেন, শারদীয় দুর্গোৎসব পালনে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়অ হয়েছে। ভক্তরা যাতে উৎসবের সাথে নির্বিঘ্নে পূজা পালন করতে পারেন, সেই ব্যাপারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা পরিকল্পনা নেয়া হয়েছে।
এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল ওয়ারীশসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক নিরাপত্তামূলক কার্যক্রম তদারকিতে নিয়োজিত আছেন। প্রতিমা বিসর্জন পর্যন্ত পোশাকধারী পুলিশের সঙ্গে গোয়েন্দা পুলিশও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।