হাটহাজারী, চট্টগ্রাম: ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নির্মমভাবে খুন হওয়া বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যু বার্ষিকীতে মৌন মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে মৌন মিছিলটি ক্যাম্পাস জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহশিন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।
সমাবেশ বক্তব্য দেন চবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক ইয়াছিন ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।
সমাবেশ আলাউদ্দিন মহশিন বলেন, ‘নিহত আবরার ফাহাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের জুলাই বিপ্লব। আমাদের জুলাই বিল্পবকে ধরে রাখতে হবে। ছাত্রদলের প্রতিটি ভাইয়ের আচরণ হবে একজন সাধারণ শিক্ষার্থীর মত নম্র ভদ্র সবার কাছে অনুকরণীয়।’
আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘ক্যাম্পাসে সব দলের মতের সহ-অবস্থান নিশ্চিত করতে হবে এক দলের আধিপত্য কখনো মেনে নেওয়া হবে না। চবি প্রশাসন অতীতের মত দলকানা ভূমিকা রাখলে তা বাস্তবায়ন করতে দেয়া হবে না।’
সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা দেশের স্বাধীনতা সার্বভৌম বিলিয়ে কতটুকু নিচে নামতে পারে, তার উৎকৃষ্ট উদাহরণ আবরার হত্যা। হাসিনা সরকার গেল ২০০৯ সাল থেকে যে সব গোপন চুক্তি করেছে, তা দ্রুত জনগণের কাছে প্রকাশ করতে হবে। দেশ বিরোধী সব চুক্তি বাতিল করতে হবে। অন্যথায়, নিহত আবরার ত্যাগ বৃথা যাবে।’
ইয়াছিন বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে ছাত্রদল পাশে থাকবে।’
সমাবেশে ছাত্রদলের চবির বিভিন্ন বিভাগ ও অনুষদের নেতারা উপস্থিত ছিলেন।