ভারত: ভারত সরকারের আইসিসিআর বৃত্তি (২০২৪-২৫) পেয়ে ভারতের গুজরাট বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও চলচিত্র পরিচালনা বিষয়ে পড়ার সুযোগ পেয়েছে চট্টগ্রামের সন্তান অভ্র বড়ুয়া। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগের অধ্যাপক, নাট্যকার, নির্দেশক কুন্তল বড়ুয়া ও ওড়িশী নৃত্যশিল্পী, সংগঠক প্রমা অবন্তীর একমাত্র সন্তান।
২০১৯ সালেও ভারতে অনুষ্ঠিত উত্তরবঙ্গের বৃহত্তর উৎসব ‘বস্কো ফেস্ট’র নাট্টোৎসবে স্কুলের প্রতিনিধিত্ব করে অভ্র দশটি স্কুলের মধ্যে অভিনয়ে প্রথম স্থান অর্জন করে ও কবিতা উৎসবে ৪০ জনের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে। এক দিনে ৭৫টি ইভেন্ট আয়োজন করে উৎসবটি ‘গিনেস বুক অব ওয়ার্ড রেকর্ডস’-এ জায়গা করে নেয়।
এছাড়াও পাঁচটি ভিন্ন ভাষায় গান করে বর্ষ সেরা শিক্ষার্থীর খেতাব পেয়েছেন অভ্র। ২০২৩ সালে গানস এন্ড রোসেস নক ইন হেভেনস ডোর পরিবেশন করে। যেখানে ২০০০ দর্শক তার দলের গানে মুগ্ধ হয়।
অভ্র বাংলাদেশর শিক্ষা প্রতিষ্ঠান ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী। পরবর্তী উচ্চ শিক্ষার জন্য সে ভারতের দার্জিলিংয়ে পা বাড়ায়।
















